supriyoroykolkata
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | Apr 19, 2016 (10 years) |
- | 1 | 0 |
- Forum role
- Member
- Member since
Apr 19, 2016 (10 years)
- Last activity
- -
- Topics created
- 1
- Replies created
- 0
Bio
সুপ্রিয় রায় একজন সৃজনশীল চিন্তাবিদ, যিনি সমাজ, সংস্কৃতি ও মানবমূল্য নিয়ে কাজ করতে ভালোবাসেন। তিনি গল্প , কবিতা , শর্ট ফিল্ম, গান, নাটক ও ব্লগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের বাস্তব চিত্র তুলে ধরেন এবং সামাজিক বার্তা পৌঁছে দেন সহজ ও আকর্ষণীয় ভাষায়। সমাজের অন্ধবিশ্বাস, ডিজিটাল যুগের বিভ্রান্তি, মানবতা ও সময়চেতনা— এসব বিষয়কে কেন্দ্র করে তাঁর সৃষ্টিগুলি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর সৃষ্টিকর্মে সমাজ সচেতনতার পাশাপাশি থাকে বিনোদনের ছোঁয়া ও ইতিবাচক বার্তা।ওনার দেশের ও বিদেশের প্রচুর আকর্ষণীয় ভ্রমণ কাহিনী আছে ।
তিনি বিশ্বাস করেন যে শিল্প ও সাহিত্য শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার। তাই তাঁর প্রতিটি কাজের মূল লক্ষ্য — সাধারণ মানুষের মনকে ছুঁয়ে যাওয়া এবং সমাজে মানবিকতা, যুক্তিবোধ ও সহনশীলতার চেতনা ছড়িয়ে দেওয়া।ওনার সমস্ত সৃষ্টিগুলি আছে ওনার ব্লগ https://supriyoroy.blog ও ওনার YouTube এ @supriyoroy7525 ।
এই ব্লগের সমস্ত লেখা লেখকের স্বত্বাধিকার । তাই কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয়।