tomaakechaai
| Forum role | Member since | Last activity | Topics created | Replies created |
|---|---|---|---|---|
| Member | May 6, 2018 (8 years) |
2 years | 3 | 11 |
- Forum role
- Member
- Member since
May 6, 2018 (8 years)
- Last activity
- 2 years
- Topics created
- 3
- Replies created
- 11
Bio
সম্বিত শুক্লা : সম্বিত শুক্লার জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মানকরে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। পেশাগতভাবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন বহুজাতিক সংস্থায় তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন এবং একটি লিটল ম্যাগাজিনের প্রকাশনা ও সম্পাদনার সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন। সববাংলায় প্রতিষ্ঠানে বর্তমানে তিনি প্রধান কার্য নির্বাহক হিসেবে কাজ করছেন, পাশাপাশি প্রধান সম্পাদক এবং প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও ২০২১ সাল থেকে ২০২৩ সালের জুন অবধি লেখালিখি সাইটের সম্পাদনার দায়িত্বও পালন করেছেন। পরবর্তীকালে, ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তিনি লেখালিখি সম্পাদকমণ্ডলীর সদস্য।
পেশাগত দায়িত্ব ও সববাংলায় এর কাজের পাশাপাশি সময় পেলে তিনি লেখালিখি ও পড়াশোনা করতে পছন্দ করেন। এছাড়াও শখের মধ্যে আছে বাগান করা, ছবি তোলা, তাস-দাবা ইত্যাদি খেলা, বিভিন্ন খেলা দেখা আর অবশ্যই বিভিন্ন ধরণের তথ্য জানার জন্য ইন্টারনেট সার্ফ করা। তিনি মনে করেন -
বাঙালি আজ বাংলায় লিখতে, পড়তে, এমনকি কথা বলতেও ভুলে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই এটা নিয়ে গর্বিত। কারণ তারা বাংলা না জেনে জানে জাতীয় বা আন্তর্জাতিক ভাষা। কিন্তু নিজের মাতৃভাষায় না পড়তে পারা, না লিখতে পারা বা না কথা বলতে পারাটা গর্বের নয় অত্যন্ত লজ্জার। আর সেই লজ্জা কিছুটা মেটাতেই আমাদের এই প্রয়াস, যার নাম সববাংলায়।